পরীক্ষা বিপর্যয়
রিপোর্ট-এ চোখ বুলিয়ে ডক্টর বোস সাময়িকভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন। চশমা খুলে টেবিলের ওপর রেখে মুখ-চোখ রুমাল দিয়ে মুছে নিলেন। তারপর নিজেকে সামলে নিয়ে প্রসূনের দিকে তাকিয়ে বললেন, "লিভার-সিরোসিসেরও মেডিসিন আছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ব্লাড টেস্ট আর এণ্ডোস্কপি করতে হবে। আপাতত একটা মেডিসিন দেব। মাসতিনেক খেয়ে যান।"
বন্ধুর কথায় নতুন একটা টেস্টল্যাব-এ প্রসূন লিভারের ফাইব্রোস্ক্যান করিয়েছিল। সেখানের রিপোর্ট পেয়েই ডক্টর বোসের কাছে ছুটে এসেছিল সে।
পরপর কয়েকজনের এণ্ডোস্কপি করার আধঘণ্টা পর ফ্রেশ হয়ে চেম্বারে ফিরে এসে ডক্টর সব কয়টি রিপোর্ট সামনে রেখে মিলিয়ে দেখলেন। তারপর স্বস্তির নিশ্বাস ফেলে বললেন, "কই আপনার লিভার সিরোসিসের 'স' ও তো দেখতে পাচ্ছি না।"