বুধবার, ২১ আগস্ট, ২০২৪
মুক্তপদ্য
ফুটপাত দখল হবে মধ্যরাতে
(২)
শুক্রবার, ২১ জুন, ২০২৪
মুক্তপদ্য | ড. সুব্রত চৌধুরী
কঠিন সময় | সহজ পাঠ
লাজুক স্বভাব।
আর তুমি ভাবো এটাই আমার অলঙ্কার। অপলকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠো। তবে কি জানো - কেউ তাকিয়ে থাকলে স্বচ্ছন্দে হাঁটতে পারি না। অন্ধকারে অবশ্য দূরন্ত স্মার্টনেস। অজস্র দুর্বোধ্য টার্মিনোলজি তখন মুখের চারপাশে ঘুরতে থাকে। স্পষ্ট নয় অনেক কিছুই নিজের কাছেও। তুমি প্রলুব্ধ হও চেনা পৃথিবীর অচেনা ঘূর্ণনে।
স্মার্ট হতে ইচ্ছে করে, ইচ্ছে করে পুরুষ হতেও। অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে পুরুষের লালসা আছে তবে কোথাও যেন সেই পুরুষ মানুষটি নেই। একলা ঘরে দুটো উজ্জ্বল চোখ নিয়ে তোমায় দেখতে ইচ্ছে করে। দেখতে ইচ্ছে করে নারীরূপ মানুষকে। ইচ্ছে হয় দেখি কেমন সে চুম্বকের উদাসীন অঞ্চল - যেথা নেই আকর্ষণ। তবে সেক্স সর্বস্বতার আড়ালে এ সবকিছুই সাময়িক।
ঠিক যেমন তোমার শরীরের স্পর্শে একদম অন্য মানুষ। নিবিড় উষ্ণতায় তখন বুনে যাই স্বপ্নের মায়াজাল। সাগরের ঢেউ আছড়ে পড়ে মনের বেলাভূমিতে। হয়তো তোমার কাছে এসব রোম্যান্টিক! বিমোহিত তুমি ভাবতে ভুলে যাও কঠিন ভবিষ্যৎ আর টিকে থাকার সহজ অ্যাসিওরেন্স। সময় গড়িয়ে প্রশ্রয়ের বিছানায় গভীর হয় মধ্যরাতের অনুভূতি - দুজনেই অসংখ্য উত্তরহীন। ততক্ষণে আদিম আলিঙ্গনে উন্মত্ত সেই পুরুষের যৌবন। কামনার বহ্নিশিখায় পুড়ে ছাই হয়ে যায় নারীর ব্রহ্মনিষ্ঠ রূপ।
আসলে কি জানো, সব আয়রন সংকল্প কেবল চায়ের দোকানেই। তন্বী যুবতী স্নানঘরে গেলেই ভালো থাকার অঙ্গীকারগুলো ডিলিটেড হয়ে যায়। ভিড়বাসে মহিলার সান্নিধ্য বারবার নিজের অধিকারকে ভুলিয়ে দেয়। আর তুমি ভাবো ডিসক্রিমিনেশন করা ঠিক নয়। আমার গাঢ় অন্ধকার তোমার চোখে নিছক কম আলো। নিঃশব্দে নিরন্তর উড়েই চলে পাশবিক পুরুষের নিশান। বুঝতে পেরেও তুমি ভাবো - ঠিক শুধরে দেবে। বলবে - ভেবো না কিছু, ইনফ্রাস্ট্রাকচার তো আছে! বিষাদের কঠিন খোলস একদিন সাবলাইম করবেই। গভীর সংকটেও তাই মায়াবী আলোর ইমোশন। স্লাগিশ মাদকতায় আচ্ছন্ন হয়েও গুডবয় হয়ে বেঁচে থাকার হাতছানি। অবক্ষয়ের ক্যানসার শরীরে নিয়ে তাই আজ তোমার " থিওরিজ অব বেটার লিভিং " এর স্রোতা।
তবে মিথ্যের আশ্রয়গুলো ভুলি কি করে! ওদের জন্যই তো আজ 'ভালো পৃথিবী' দেখার স্বপ্নে ভাসতে চলেছি। চোখ ঠিক খুঁজে নেবে লুকোনো অলিন্দে ফ্রেমবন্দি নিষিদ্ধ ভুবনের কোলাজ।
-
প্রচ্ছদ ঋণঃ- দেবদুত মুখোপাধ্যায় সূচীপত্র ----------------------- প্রচ্ছদ ------------------ দেবদুত মুখোপাধ্যায় সম্পাদকীয় কলাম ------------...