বুধবার, ২১ আগস্ট, ২০২৪

কবিতাভিত্তিক (কবিতা বিভাগ)

তিলোত্তমা
শ্রাবন্তী বিশ্বাস

tilottamaa



সভ্যতার প্রদীপ নিভে গেছে-
নিঃশ্বাসে অবিশ্বাসী বিষ!
যতদূর গলা যায় চিৎকার করো,
ধর্ষকের আয়না আঙুল তুলুক।

ওরা,স্টেথোস্কোপ দিল স্তব্ধ করে-
রাতের আড়ালে অসুর সাজ...
যে মেয়েটির ফেরার কথা ঘরে,
সেমিনার হলে লাশ।

পূর্বাভাস কি কিছুই ছিল না–
শয়তানের আঁকা নকশায় ?
হয়তো ছিল বুকচাপা–
ষড়যন্ত্রের আভাস।

হিংসা লোলুপ নখের আঁচড়
ছেপেছো পূর্ণ শরীরে ।
পাশবিক যে হত্যালীলায়
রক্তপানি দু'চোখে ।

যৌনতা ভরা উদ্দামতায়
সব সীমা করল পার।
মানুষের বেশে খুনি ঘুরছে
আমাদেরই সমাজে।

যতবার তোমরা রাক্ষসরূপে,
ছিন্ন করো সম্ভ্রম
রাতের আঁধার সজাগ হলো
প্রতিবাদীর মোম...

উন্মুখ রাজপথে নির্যাতিতার মিছিল,
বিচারের বাণী গুনছে প্রহর
শাস্তি ক্ষমাহীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত