বুধবার, ৮ মে, ২০২৪

পৃথিবী | শুভঙ্কর ভৌমিক

 রবি ঠাকুরের যে মরমি বলাই গাছের ব্যথায় কেঁদে উঠতো, সেদিন দেখছি ফ্ল্যাটের ব্যালকনিতে ছেলেটি একটা টব পেতেছে...

একটিও ফুলগাছ না লাগিয়ে তার নাম রেখেছে পৃথিবী!

জলহীন, মাটিহীন শুষ্ক টবের গায়ে একটা ডাইনোসরের স্টিকার সেঁটেছে;

কোন সবুজের বিজ্ঞাপন নয়, শুধু আদিম হিংস্রতার সংলাপ সেখানে;

ছেলেটির নাম অবশ্য কেউ জিজ্ঞেস করে নি এতোদিন, 

শুধু রাস্তা থেকে তাকিয়ে দেখেছে - 

'গীতাঞ্জলি' এপার্টমেন্ট...

ব্যালকনিতে ঝুলতে থাকা শূন্য টব;

সভ্যতার বেদী তলে একটা আদিম পৃথিবী...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত