বুধবার, ৮ মে, ২০২৪

তুমিময় | শ্রীমন্ত সেন

 তুমি আছো বলে কষ্টগুলো আজও কষ্ট বলে মনে হয় না,

কেমন যেন সুখের কোল ঘেঁষে চলে যায় আলগোছে,

তুমি আছো বলে নিজেকে চেনার দায়

আকাশে-বাতাসে, আলোর হুল্লোড়ে, পাখিদের পাখসাটে

নিশ্চিন্তে বিলিয়ে দেওয়া যায়—

তখন আর দায় থাকে না, 

হয়ে ওঠে আনন্দের গহন উচ্ছ্বাস!  


কখনও এ বুকে তোমার অগাধ যাতায়াত,

কখনও কৃপণ পদচারণা,

কখনও গোপন ছাঁদে আলতো পায়ে আসো,

আমার সকল গ্লানি, সকল বেদনা

আপনার করে মাখো,

অনুভবে শুধু এই কথাটাই রাখো—

তুমি ছাড়া কেউ কিছু নয়, কিছু নয়,

সকলেই বুকের গহনে

তুমিময়, তুমিময়।


তাই আজ আলো আসে বুকে আপনার সুখে,

তাই আজ বৃষ্টি আসে বুকে অঝর শ্রাবণ-ধারায় ঝেঁপে,

তাই আজ ভুবনপুরের বোধ 

লুটোপুটি খায় এ বুকে স্বচ্ছন্দে।

তুমিময় হয়ে আসে,

তুমিময় থেকে যায়—


শুধু তুমি আছো বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত