বুধবার, ৮ মে, ২০২৪

রবিরঙ্গে | কৌশিক চক্রবর্ত্তী

 (১)


ভিড় সামলাচ্ছে কেউ কেউ

অভিন্ন উচ্চতায় প্যান্ডেল টাঙানোর কথা

বাঁশ হাতড়ে খোঁজ পড়েছে বই

রবীন্দ্র রচনাবলী ষোড়শ খণ্ড...


টুকরো সাম্রাজ্য জোড়া লাগালে

ঠাকুরের জন্মলগ্ন দীর্ঘায়িত হয় আরও...


(২)


পানীয় জলের যোগান পর্যাপ্ত 

বোতলে ভরে নিন শীতল শ্লোগান

মুখে উড়ে আসতে পারে গণতান্ত্রিক ভোর


সকাল হবে

এগিয়ে আসবেন রবীন্দ্রনাথ 

রাস্তায় পরাবাস্তববাদীর ক্রমশ অনুসরণ...


(৩)


এবার পুজো

ফুলের উপাচার শূন্যতার পরিপন্থী

ধার্য হোক ঝুরোবালি-


মালা দাও গলায়-

তেত্রিশ কোটি প্রবঞ্চনা

এবং একটি মাত্র নির্বাপিত গোধূলির রং...


(৪)


বিসর্জনের সুর সংযমী

ঠাকুরের জন্মপথে উজানী সংশ্লেষ 

রবিসন্ন্যাসের কথা উহ্য


ডিভাইড অ্যান্ড কনকার রুলে

সকলে উপকরণ ধরে আছে দু'হাতে...

উপরন্তু জোড়া লাগছে জোড়াসাঁকোর ব্যবচ্ছিন্ন ছাদ...


(৫)


এবার পঁচিশের ডাকে

হাতে এসেছে হারানো গোধূলি

ঘর চিনে নিচ্ছে রবিপ্রেমিক...


বিনিময়প্রথায় শিলমোহর দিয়েছ-

সমস্ত একনিষ্ঠ ঘাসমাঠের বদলে

জড়ো করেছি পুনশ্চর হারানো যতিচিহ্ন..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত