শুক্রবার, ২১ জুন, ২০২৪

কবিতাভিত্তিক | আসিফ আলতাফ



আয়ু রেখা ভাগ্য রেখা নিচয় 


হস্তরেখা

মানে আমার হাতের রেখায় হেঁটে যাচ্ছেন কে ?


কে,

কে আপনি? প্রতিদিন হেঁটে গেছেন

হেঁটে যাচ্ছেন 

হেটে যাবেন

আমার কররেখায় কী কোনো প্রেমিকার গোপন 

পথ পেয়েছেন ?


যখন খুশি আপনি সেজেগুজে  ভাগ্যরেখা ধরে হেঁটে যাবেন

বসবেন 

জিরোবেন 

গল্প করবেন 

আবৃত্তি করবেন জীবনানন্দ দাশের শঙ্খমালা

গাইবেন রবীন্দ্রনাথ

আর 

আর?

আর যখন মন চাইবে ভাগ্য রেখা পিছনে ফেলে 

সো~~~জা চলে যাবেন আয়ু রেখায়


আমি তো আপনাকে চিনি 

জানিও তো 

জানিনা?

পারেন তো চোখের দিকে তাকিয়ে ঠিক উত্তর দিন

আয়ু রেখায় গিয়ে আপনি কী করবেন তাও বলতে পারি 


আচ্ছা আমার আয়ু রেখা কী গণসম্পত্তি 

যার খুশি সে  দখল নিয়ে নেবে 


এবার পাণিনি হব।  


ভাগ্য রেখা বদলে গেলে আয়ু দেখা 

এমনিতেই বদলে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত