শুক্রবার, ২১ জুন, ২০২৪

কবিতাভিত্তিক | সৈকত মাজী


গণতান্ত্রিক 


একটা সংবিধান মন্থন করে 

জড়ো করেছি কয়েকটা কর্তব্য 

আর আমার গুটি কয়েক অধিকার...


নাটক শুরু হলে, আমরা শুরু করি উৎসব

আমাদের আঙুল সিংহাসন সাজায় 

রাজাভিষেকের নাটক শুরু হয় 


ভূমিকা অনুসারে 

আমরা বাটি হাতে ভিখারী হয়ে যাই রাজদরবারে, 

পাতে পাতে পড়ে শ্রী আর সাইকেল, 

অথবা টাকা দিয়ে কিনে নিতে হয় নিজের পাতের ভাগ,

যার ভূমিকা চাটুকারের 

সে সংবিধান বোদ্ধা  

তার ঠিকানা হয় রাজপথ।


অন্ধ ধৃতরাষ্ট্র , 

কাপড় বেঁধেছে চোখে গান্ধারী,

যদু-মধু গারদের শিক গোণে 

আর অনাক্রম্যতা ভোগ করে রাজ-পরিবার।


বিদুর প্রতিবাদী হলে

রাজপাটে নেমে আসে বিপদ,

শকুনির পাশার চালে 

কেউ গদিচ্যুত কেউ দ্বীপান্তরবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত