শনিবার, ২০ জুলাই, ২০২৪

কবিতাভিত্তিক


মনে পড়ে

বিশ্ব প্রসাদ ঘোষ



স্বপ্নের মধ্যে দীঘল রাজহাঁস

আর দীঘল কিছু দেখলেই

মনে পড়ে যায় সুজাতার কথা। 


যে নারী বুদ্ধকে পায়েস দিয়েছিলেন, 

অন্য কিছু বোধহয় নয়, তাহলে

বুদ্ধদেবের বাকি জীবনটা অন্যরকম হতো_

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত