শনিবার, ২০ জুলাই, ২০২৪

সম্মিলন

হাল-হকিকৎ

সৈকত মাজী




1.

ভাতা নাও

গুন গাও,

ম্যানিফেস্টো জুড়ে, শ্রী-এর মেলা।

হারিয়ে হুঁশ,

করি দিলখুশ,

আমাদের নিয়ে চলে খেলা।

2.

গরম হাওয়া

আকাশ ছোঁয়া,

ফি মাসে হেডলাইন মুদ্রাস্ফীতি।

গরিবের উনুনে

চাল চড়ে অনটনে,

রেপোরেটে ছাড় পায় ব্যাংক কটি।

3.

শ্রম ফেরি

আমরা করি,

ঘর ছেড়ে, বহুদূরে পরবাস।

পরিজন পরিবার,

বুকফাটা হাহাকার,

এসেছি জোটাতে দু'মুঠো ভাত।

4.

ফোটে কাশ

বাড়ে আশ,

শিল্প হবে তার বালিশে।

দেখো আনাচে কানাচে

উন্নয়ন চপ ভাঁজে,

মশকরা শুধু শুধু নালিশে।

5.

পদখালি ইস্কুলে

শিক্ষা তলায় অতলে,

শিরদাঁড়া ভেঙে দিলো কে?

যোগ্যরা রাস্তায়,

পচন ধরেছে শিক্ষায়,

নতুন সকাল আসবে কবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত