শনিবার, ২০ জুলাই, ২০২৪

কবিতাভিত্তিক

শব্দ কথার সম্পর্ক

শুভাদিত্য ঘোষ দস্তিদার




জীবনে কথার চেয়ে শব্দ খুবই অবশ্যম্ভাবী

কথার প্রেক্ষিতে ফোটা শব্দগুলো

ভালো - মন্দে মেশানো,

কিন্তু শব্দ জেগে থেকে

বিস্তৃত করে রাখে পাতা

আক্রমণ হতে পারে যে কোনোদিন

সম্পাদকের কলমের।


মাতৃসমা শব্দ যদি

তুমুল বিস্তার নিয়ে আসে কখনও

আমার খুব আনন্দ হয়,

আমি দেখতে পাই রূপসী যত কথা


কথার রকমারি আস্ফালন দেখে

আমার বড় হিংসে হয়,

কথা তো মানুষের মধ্যেই জেগে থাকে

সমাজ সংসারে জীবনে সর্বত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত