শনিবার, ২০ জুলাই, ২০২৪

কবিতাভিত্তিক

দুটি  জীবন

তাপস   মাইতি




মুখর পদধ্বনি ব'য়ে গেলে থেমে যায় ঝড়

গাছেরা বুঝি তখন আলোকিত হয়

অনেক পথ চলা চারদিকে

আবার মেঘ ওঠে

ঝড় তাহলে কি ফের সম্ভবনাময়

অথচ প্রকৃত প্রেমিকেরা আসেনি এখনও


ঝড়ের বদলে উঠলো বজ্র- বিদ্যুৎ

গানের সুরে পথ কাদা করছে বর্ষা

ফিরে যায় সকল পথচারী

কেবল দুটি জীবন বেড়িয়ে পড়েছে

খুঁজতে সেই গাছেদের পাড়ায়

যেখানে অন্ধকার জ্বালবে একটি প্রদীপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত