বুধবার, ২১ আগস্ট, ২০২৪

কবিতাভিত্তিক (কবিতা বিভাগ)

রাত দখলে সব নারীরা
সবুজ বাসিন্দা (সুপম রায়)

raat dakhale sab naariraa


সস্তা ভীষণ নারীর শরীর
যা খুশি তা করাই তো যায়,
হোক প্রতিবাদ রাত্রি জুড়ে
দখল করুক সব নারীরাই।

প্রমাণ লোপাট, গল্প ভিন্ন,
শরীর পড়ে লাশের ঘরে,
ধর্ষণ করে বলাই তো যায়
আত্মহত্যা কিসের তরে?

ভরসা কোথায় রাখবে মানুষ -
সরকার, পুলিশ, আইনী খাতায়?
হোক প্রতিবাদ শহর জুড়ে
রাত্রি জাগুগ সব নারীরাই।

১৪ই আগস্ট সাক্ষী থাকুক,
রাত দখলে সব নারীরা।
দেশটা সবার এমনটা হোক
শাস্তি পাক সব খুনীরা।

1 টি মন্তব্য:

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত