শনিবার, ২০ জুলাই, ২০২৪

গল্পাণু

 তন্দ্রা কথা 

রঞ্জনা বসু




নিত্য কত কি যে ঘটে, তার খবর কে রাখে ?

ষষ্ঠ তলার প্রনবকে পরোপকারী ছেলে বলে সবাই চেনে। তার চায়ের দোকানের আয়ে মা-ছেলের সংসার কোনরকমে চলে। সেই দোকানে এক কীর্তন গাইয়ে আসে ভিক্ষা নিতে, সঙ্গে তন্দ্রা নামের একটি মেয়ে। তার গানের গলাটি চমৎকার। প্রনব তার প্রেমে পড়ে। 

একরাতে প্রনব তাকে বিয়ে করে আনলে, বিধবা মা আশীর্বাদ করে বউ ঘরে তোলে। তন্দ্রা সংসার সাজায়, রাঁধে-বাড়ে। উঠোনে আলপনা আঁকে, সেখানে চাঁদের আলো এসে পড়ে। মাঝে মাঝে কীর্তন গাইয়ে আসে, দেখা করতে। হঠাৎই তন্দ্রা নিখোঁজ হল। 

প্রনব পাগলের মতো ঘুরে বেড়ায়। বছর দুয়েক পর ভাঙ্গাচোরা এক আখরার পেছনের পুকুর থেকে একটা কঙ্কাল উদ্ধার হয়। লোকে বলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobitar Alo October Sankhya 2025

  প্রচ্ছদ ঋণঃ-  অদিতি সেনগুপ্ত